মোংলা বন্দরে ভিড়েছে ‘৭৫০ টিইউজ কন্টেইনার’ নিয়ে পানামার জাহাজ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ ‘৭৫০ টিইউজ কন্টেইনার’ (১ টিউজ অর্থাৎ ২০ ফিট দৈর্ঘ্যরে একটি কন্টেইনার) নিয়ে এই প্রথমবারের মত বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে ৮ মিটার ড্রাফটের গিয়ারলেস জাহাজ ‘এমভি ফিলোটিমো’। পানামা পতাকাবাহী ১৭২ মিটার দৈর্ঘ্যের জাহাজটি বন্দরের ৭ নং জেটিতে ভিড়েছে। নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে। সোমবার (২৬ জুন) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রেরিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, রোববার (২৫ জুন) বিকেলে ‘৭৫০ টিইউজ কন্টেইনার’ নিয়ে ৮ মিটার ড্রাফটের জাহাজ বন্দর জেটিতে নোঙর করেছে। নিয়মিত ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনও বাধা থাকবে না। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, বন্দর জেটিতে নিয়মিত ৮ মিটার গভীরতার কন্টেইনার জাহাজ আগমন মোংলা বন্দরের জন্য একটি নবধারার সূচনা।