বাঘারপাড়ায় সরকারি খাস জমি দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ার ঐতিহ্যবাহী ভোগের বিলের সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকার চার গ্রামের বাসিন্দারা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
স্থানীয়রা জানান, যশোরের ঐতিহ্যবাহী যে কয়টি বিল রয়েছে তার মধ্যে ভোগের বিল একটি অন্যতম বিল। এই বিলের ১১ একর সরকারি খাস জমির পাশাপাশি ৬শ একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি রয়েছে। যুগ যুগ ধরে বিল নিকটবর্তী শেখের বাথান, শালবরাট, আজমেহেরপুর, সদুল্যাপুর ও ধুপখালীসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ ধান চাষের পাাশাপাশি বিলের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সম্প্রতি বিল নিকটবর্তী গ্রাম ধুপখালীর প্রভাবশালী একটি মহল বিলের খাস জমি দখলের পাঁয়তারা শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা ইতোমধ্যে সেখানে এস্কেভেটর নামিয়ে খাস জমি খনন করে মাছের তৈরি করছে। প্রকাশ্যে এসব কর্মকাণ্ড করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।
শেখের বাতান গ্রামের আব্দুর রউফ বলেন, এক সময় বিলটির প্রকৃতি সৃষ্ট মাছ আহরণ করে আশপাশের দরিদ্র শ্রেণির মানুষের জীবিকা নির্বাহ হতো। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বিলটি এখন শতভাগ চাষযোগ্য হয়েছে। প্রায় ৬শ একর জমিতে ৫ গ্রামের বাসিন্দারা সেখানে ধানসহ বিভিন্ন ফসল চাষ করে সংসার চালিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে ধুপখালী গ্রামের টিপু সুলতান, হুমায়ুন কবির, মাসুদ রানাসহ কয়েকজন যুবক ১১ একর খাস জমি দখল করে সেখানে মাছের ঘের তৈরি করছেন। গত কয়েকদিন ধরে সেখানে স্কেভেটর নামিয়ে মাটি কাটা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি চাষে হুমকির মুখে পড়েছে তিনি জানান।
একই এলাকার নজরুল ইসলাম বলেন, বিলের মাঝখানে এভাবে ঘের তৈরি করলে বর্ষা মৌসুমে আশপাশে পানিবদ্ধতার সৃষ্টি হবে। এতে বিলের ফসলি জমি হুমকির মুখে পড়বে। এজন্যে আমরা প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে রোববার আবেদন করেছি। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান বলেন, সরকারি খাস জমি দখল করে ঘের নির্মাণের কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের কাজ করলে খুব দ্রুত সময়ে তদন্ত করে তা উদ্ধার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।