নড়াইলে মামলার বাদিকে মারপিটের অভিযোগ

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল জজ আদালত গেটের সামনে মামলার বাদি মো. এহিয়া খানকে
(৪০) বেধড়ক মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ জুন) দুপুর ২টার দিকে এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটের শিকার এহিয়া খান লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামের মৃত সামাদ খানের ছেলে। ঘটনা উল্লেখ করে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা গেছে,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে নন জিআর ১৬/২০২২
(লোহাগড়া) নম্বর মামলার সাক্ষীর ধার্য দিন ছিল সোমবার। এ মামলার দু’জন সাক্ষী আইয়ুব শেখ ও আজাদ শেখের সাক্ষ্য গ্রহণ শেষে বাদি এহিয়া খান কোর্ট থেকে বেরিয়ে আদালতের গেটের সামনে আসার সঙ্গে সঙ্গে এ মামলার আসামি ধোপাদাহ গ্রামের মকবুল খান, মাসুদ খান ও মো. সবুর খান বেধড়ক মারপিট করতে থাকেন এহিয়া খানকে। তাদের চড়,কিল, ঘুষিসহ মারপিটে এহিয়া খান পাকা রাস্তার ওপর লুটিয়ে পড়লে আসামিরা পা দিয়ে তাকে পাড়াতে থাকেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। মামলার সাক্ষী আইয়ুব ও আজাদ তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন।এখানে তিনি জরুরি বিভাগ থেকে
চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। আহত এহিয়া জানান,তাকে মারপিটের সময় আসামিরা বলতে থাকে মামলা পরিচালনা
করতে ভবিষ্যতে কোর্টে আসলে খুন করে ফেলবো।সবুর খান জোর করে তার (এহিয়া খান) জমি ভোগ দখল করে চাষাবাদ করছেন।এ ছাড়া গাছ গাছালিও কেটে নিয়ে
যাচ্ছেন হরহামেশা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান,বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।