লোডশেডিং চলবে আরও কিছুদিন: প্রতিমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন জ্বালানি সংকটের কারণে চলমান লোডশেডিং আরও কিছু দিন অব্যাহত থাকবে। কয়েকটি পাওয়ার প্ল্যান্ট কাজ না করাতে লোডশেডিং বেড়েছে। ফলে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে।
শনিবার ( ৩ জুন) সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের ব্যাপারে আমরা হিমশিম খাচ্ছি। এখন ইন্ডাস্ট্রিতে ডাইভার্ট করছি বেশির ভাগ গ্যাস। আর গরম বেড়ে গেছে, ৩৮ ডিগ্রির ওপরে চলে গেছে, কোনো কোনো জায়গায় ৪০-৪১ ডিগ্রি হয়ে গেছে।
নসরুল হামিদ বলেন, ‘আমরা বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট করলাম, আমরা চালু করব, বন্ধ হয়ে গেল কোভিডে। বসিয়ে বসিয়ে পয়সা দিতে হলো; খরচ করতে হয়েছে। আবার যখন ইউক্রেন যুদ্ধ লাগল, যে তেলের দাম ছিল ৭০ ডলার, হয়ে গেল ১৪০ ডলার; বেড়ে গেল। সরকার ভর্তুকি দিচ্ছে।
‘পায়রা বিদ্যুৎকেন্দ্র ৫ জুনের পর বন্ধ হয়ে যাবে’: কয়লা সংকটের কারণে ৫ জুনের পর সাময়িক সময়ের জন্য পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়ে নসরুল হামিদ বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সময়মত কয়লা আসতে না পারায় উৎপাদন বন্ধ। তাই সারাদেশে লোডশেডিং বেড়েছে। কয়লা আমদানি করতে আরও অন্তত ২০ থেকে ২৫ দিন সময় লাগবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে বিদ্যুৎ সংকটের কারণে মানুষ কষ্টে আছে কিন্তু সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই মুর্হূতে জাতীয় গ্রিডে দেড় হাজারেরও বেশি লোডশেডিং রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে বিএনপি যদি আন্দোলন করতে পারে সরকার বাধা দেবে না। কারণ গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার আছে। দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচনে ক্ষমতায় এনেছে আবারও জাতীয় নির্বাচনে যদি দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট না দেয় তাহলে আমরা ক্ষমতায় থাকবো না।
এসময় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।