ঝিকরগাছায় গভীর রাতে বিএনপির মঞ্চ ভাংচুর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় সোমবার গভীর রাতে বিএনপির মঞ্চ ভাংচুরকরাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে কেনা মালামাল ও ভাড়া করা কিছু মালামাল উধাও হয়ে গেছে।
উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন, ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালনকে সামনে রেখে আগেরদিন বিকেলে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন চত্বরে মঞ্চ তৈরি করা হয়। এছাড়া ৭ মণ জ্বালানি ক্রয়সহ ডেকোরেটর থেকে মালামায় নিয়ে আসা হয়। মালামাল রেখে বাড়িতে গেলে গভীর রাতে সাদা পোশাকধারী একদল আইনশৃংখলা বাহিনী লোক এসে মঞ্চটি ভেঙে গুঁড়িয়ে দেন। এছাড়া ক্রয়কৃত ৭ মণ জ্বালানি কাঠ ও ডেকোরেটরের কিছু মালামাল উধাও হয়ে গেছে।