ডুমুরিয়ার আটলিয়া ইউপির বাজেট ঘোষণা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) পরিষদের মিলনায়তনে উন্মুক্ত বাজেট পেশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব শামীম হোসেন। আনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ আমিনুর রহমান, কাঁঠালতলা বাজার কমিটির সভাপতি আব্দুল আজিজ, চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, এম এ সালাম, মাও. মতিউর রহমান, আলাউদ্দিন মালী, মো. মনিরুজ্জামান, পতিরাম হালদার, আব্দুল হালিম মুন্না, চায়না বেগম, মাসুরা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ। প্রস্তাবিত বাজেটে ২০২৩-২৪ অর্থবছরে ৪কোটি ২লাখ ৫১হাজার ৬শ টাকা আয় এবং সমপরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়। বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন ।