ঝিকরগাছায় অনিয়ম করে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

0

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (১০ মে) সকালে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর তোপের মুখে পড়ে পিছু হটেন কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন শিক্ষা অধিদফতরের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের ২টি মেহগনি গাছ জগদানন্দকাটি গ্রামের সিরাজুল ইসলামের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক হামিদা খাতুন বলেন, ‘গাছ বিক্রির ব্যাপারে যা কিছু করার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব করেছেন।’ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আরশাদ আলী বলেন, গাছ বিক্রির ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে গাছ কাটার সময় স্থানীয়রা ঝামেলা করলে প্রধান শিক্ষক তার কাছে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। তখন গাছ কর্তনের লিখিত অনুমতি না থাকলে কাটা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জী বলেন, উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক অনুমতিতে মাঠে পড়ে থাকা গাছগুলো অপসারণ করা হচ্ছিল, বিক্রি করা হয়নি। এ ব্যাপারে কাঠ ব্যাপারী সিরাজুল ইসলাম বলেন, গাছগুলো তিনি প্রথমে কিনেছিলেন। কাটার পর একটু ঝামেলা হওয়ায় বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।