বাগেরহাটে গাঁজাসহ আটক কথিত ছাত্রলীগ নেতার কারাদণ্ড

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকসহ কথিত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আরও ২০০ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা সাইফুলকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা এলাকার বাবুল হাওলাদারের ছেলে সাইফুল । তিনি নিজেকে পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে দাবি করে আসছিলেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ বলেন, সাইফুলের সাথে উপজেলা ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজনকে গাজাঁ ও ইয়াবাসহ আটক করে। এরমধ্যে ২০০ গ্রাম গাজাঁ পাওয়ায় সাইফুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিনে পৌরসভার আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা পাওয়ায় আমিনুল ইসলাম সোহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।