যশোরে সনাকে সুকুমার দাসের স্মরণসভা

0

সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সাবেক সভাপতি প্রয়াত সুকুমার দাস স্মরণে মঙ্গলবার বিকেলে শহরের নিরালা হাউসে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবালের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় সুকুমার দাসের বন্যাঢ্য জীবন ও কর্মের ওপর বক্তারা আলোকপাত করেন। অধ্যক্ষ শাহিন ইকবাল বলেন,সুকুমার দাস ছিলেন দুর্নীতিবিরোধীসামাজিক আন্দোলনের পথিকৃৎ। আমরা একজন প্রিয় স্বজনকে হারিয়ে একাকী হয়ে গেছি। নারী নেত্রীহাবিবা শেফা বলেন,সুকুমারকে সেই ছোট বেলা থেকেই জানি। অত্যন্ত মেধাবী ছেলে ছিলো। সামাজিক, রাজনৈতিক অঙ্গনে যশোরে শুধু নয় সারাদেশে সে অনেক অবদান রেখে গেছে। শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন,একজন মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে সুকুমার দাস আমাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ। টিআইবি খুলনা ক্লাস্টার কোঅর্ডিনেটর ফিরোজ উদ্দিন বলেন,সকুমার দাস আমাদের মাঝে নেই, তিনি আর আমাদের মাঝেআসবেননা কখনও। অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে সুকুমার দাস অবদান রেখে গেছেন। এছাড়া বক্তব্য রাখেন,অধ্যক্ষ পাভল চোধুরী,লাকি রাণী কাপুড়িয়া, অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, ইয়েস সদস্য তানিয়া আক্তার, সাইফ ও অন্যান্যরা। বিজ্ঞপ্তি।