ডেভিলস ব্রেথ কী

0

লোকসমাজ ডেস্ক ॥ “ ডেভিলস ব্রেথ” বা “শয়তানের নিঃশ্বাস ” একটি ভয়ংকর মাদকের প্রচলিত নাম। যার প্রকৃত নাম স্কোপোলামিন এবং বৈজ্ঞানিক নাম হায়োসিনিন। এর উৎপত্তি ল্যাটিন আমেরিকার কলাম্বিয়ায়। তবে ইকুয়েডর ও ভেনিজুয়েলাতেও এই মাদকটির যথেষ্ঠ বিস্তার রয়েছে। এটি অনেকটা ধুতরা ফুলের মত দেখতে। একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই গাছের বীজ থেকে তৈরি করা হয় এ মাদক। সাধারণ নাক দিয়ে দেহে প্রবেশ করানো হয় এ মাদক। মাত্র ১ গ্রাম স্কোপোলামিন দিয়ে প্রায় এক ডজনেরও বেশি মানুষকে হত্যা করা সম্ভব ! বাংলাদেশে সম্প্রতি সাধারণ মানুষকে লুটে নিতে ব্যবহার করা হচ্ছে এটি। মানুষকে সম্মোহন বা অবচেতন করে সবকিছু নিয়ে যাচ্ছে কেউ অথবা আপনি কারও কথামত সবকিছু তার হাতে তুলে দিচ্ছেন কোনরকম প্রতিবাদ না করেই। অনেকটা যাদু-টোনা করার মত অবস্থা। এগুলো শুরুতে বিচ্ছিন্ন কিছু ঘটনা মনে হলেও ইদানিং যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আতঙ্কিত হতেই পারেন আপনি। স্কোপোলামিন আমাদের দেশের জন্য একেবারেই নতুন। ড্রাগটি দেশে ব্যাপকহারে ব্যবহার না হলেও যেটুকু ব্যবহার এখন পর্যন্ত হয়েছে তাকে সর্বস্বান্ত হয়েছে বেশ কিছু মানুষ। [ সংকলিত]