যশোরের শংকরপুর থেকে দুটি ওয়ান শ্যুটারগান উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকা থেকে বৃহস্পতিবার (৪ মে) রাতে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। অস্ত্র দুটি কোতয়ালি থানায় জমা দেওয়া হয়েছে বলে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, শংকরপুরের একটি প্লাস্টিক কারখানার বাইরে থেকে অস্ত্র দুটি উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে কোনো মহল সেখানে হয়ত অস্ত্র রেখেছিলো। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।