ঝিকরগাছায় প্রেমিকার বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় প্রেমিকার বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে শনিবার  দিবাগত রাত তিনটার দিকে।
মৃত ইলিয়াস হোসেন ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকাকে হেফাজতে নিয়েছে।
ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ্বাস জানান, ঝিকরগাছার শ্রীচন্দ্রপুর গ্রামের আয়নাল হকের বাড়ি থেকে একই গ্রামের ফারুক হোসেনের ছেলে ইলিয়াস হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের পরিবার এটাকে হত্যাকান্ড দাবি করেছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর কারণ। তবে মৃতের নাক ও গলায় আঘাত পাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে।
মৃত ইলিয়াসের চাচা শাকিল হোসেন ও স্থানীয়রা জানান, ইলিয়াস ও ওই তরুণী উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী। তরুণী গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ ও ইলিয়াস পাশাপোল উজিরপুর আম-জামতলা মডেল কলেজের শিক্ষার্থী। তাদের সখ্য দীর্ঘ দিনের। এ সম্পর্ক নিয়ে দুই পরিবারের মাঝে বেশ কয়েকবার বিবাদ হয়েছে। শনিবার রাত অনুমানিক আড়াইটায় ইলিয়াস হোসেন প্রেমিকার সাথে দেখা করতে আসেন। তরুণী ঘরের মধ্যে থেকে জানালা খুলে বাইরে দাঁড়ানো ইলিয়াসের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে জোরে একটি শব্দ হয় এবং ইলিয়াস জানালার পাশে লুটিয়ে পড়েন। তখন তরুণী ইলিয়াসের বন্ধু একই গ্রামের আকিজ মিয়ার ছেলে ইয়াছিন আলীকে ফোন দেন। ইয়াছিন দ্রুত ঘটনাস্থলে এসে ইলিয়াসকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। ইলিয়াসের নাকের ওপরে কাটা দাগ দেখ যায়। প্রেমিকার সাথে কথা বলার সময় কেউ পেছন থেকে ইলিয়াসকে জানালার সাথে ধাক্কা দিতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
তবে ইলিয়াস হোসেনের পিতা ফারুক হোসেন দাবি করেছেন, তার ছেলের সাথে ওই মেয়ের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিকল্পিতভাবে গভীর রাতে ডেকে নিয়ে ওই মেয়ে ও তার মা-বাবা তাকে হত্যা করেছে।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) অহিদুর রহমান জানান, ইলিয়াসের প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিন বলেন, ঘটনার সময় ইলিয়াসের পাশে তার বন্ধু ইয়াসিন ছিল। ফলে পুলিশের তদন্তে দ্রুত সময়ে মৃত্যু রহস্য উদঘাটন হবে।