শ্যামনগরে অপরিপক্ব ৭০ কার্টন আম জব্দ

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে বিভিন্ন জাতের অপরিপক্ব ৭০ কার্টন আম জব্দ করেছে পুলিশ।  মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক অমিত কুমার উপজেলার খানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামনগর ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৭০ কার্টন ভর্তি অপরিপক্ব আম জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্ট চক্রটি পালিয়ে যায়। অপরিপক্ব আম ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তার হোসেন জানান, ওই চক্রটি কেমিক্যাল মিশিয়ে কাঁচা আম পাকিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অপরিপক্ব যাবতীয় আম বুধবার(১৯ এপ্রিল)  বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা চত্বরে বিনষ্ট করা হয়েছে।