চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ২০টি সোনার বার ও ৫ কেজি রূপা উদ্ধার

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার সীমান্তবর্তী পৃথক দুটি  স্থানে অভিযান চালিয়ে ২০টি সোনার বার, ৫ কেজি রূপা ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি।
ঝিনাইদহ জেলার মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাসুদ পারভেজ রানা এএফডব্লিউসি,পিএসসি গত রবিবার (৯ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তিনি গোয়েন্দা তথ্যে জানতে পারেন একজন চালক তার রিকশাভ্যান নিয়ে জীবননগর উপজেলার শহর হতে অবৈধ সোনা বহন করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। এদিন রাত আনুমানিক ৯টার দিকে তাকে জীবননগর বিজিবি ফাঁড়ির কাছে আটক করে তল্লাশির পর ভ্যানে বসার সিটের নিচে লুকিয়ে রাখা অবৈধ ২০টি সোনার বার পাওয়া যায়। আটক ভ্যান চালক জীবননগর উপজেলার সদরপাড়ার মরহুম মকছেদ ম-লের ছেলে শাহাবুল মিয়া (৩৫)। উদ্ধার করা সোনার মূল্য মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা।
এদিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভারতে রুপো পাচার হবে এমন গোপন সংবাদ পেয়ে সুলতানপুর বিওপির টহলদলের কমান্ডার হাবিলদার আব্দুল মান্নানসহ একদল বিজিবি সদস্য এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সীমান্ত খুঁটির ৭৮/৬-আর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঝপাড়া পুরাতন মসজিদের সামনে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি লাল রঙের একটি মোটরসাইকেল চালিয়ে দর্শনার দিকে যেতে থাকে। সশস্ত্র বিজিবি টহলদল ওই চালকের গতিরোধ করলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলটিতে তল্লশি চালিয়ে ৪টি পলিথিনের ব্যাগ হতে উল্লিখিত রুপো ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।