চুয়াডাঙ্গায় দুটি কারখানায় ৫৫ হাজার টাকা জরিমানা

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল ও মুড়ি তৈরি ও মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপনের দায়ে দুটি কারখানাকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৫এপ্রিল) বেলা ১২টার দিকে তদারকি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, জেলার শহরতলী হাতিকাটা এলাকার মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরির মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল ও মুড়ি তৈরি ও মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপন দেওয়া ইত্যাদি অপরাধে ওই কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে আলুকদিয়া এলাকার মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিতে তদারকি করা হয়। একই অপরাধে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।