প্রফেসর গোলাম মোস্তফার মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার॥ সোমবার (২৭ মার্চ ) যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর গোলাম মোস্তফার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাঘর যশোরের আয়োজনে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের গাড়িখানা রোড এলাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি বলেন, প্রফেসর গোলাম মোস্তফা আমৃত্যু যশোরে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন। সমাজ পরিবর্তনের পাশাপাশি মানুষের আত্মশক্তি বিকাশে সহায়তা করেছেন। শিক্ষাকে সামাজিক সম্পদ মনে করে, এই সম্পদ বৃদ্ধির জন্য শিশু – কিশোরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করে তুলতে সচেষ্ট থাকতেন। এছাড়াও বক্তব্য রাখেন, প্রয়াত শিক্ষাবিদের সহধর্মিনী ফিরোজা মোস্তফা।
পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিদ্যাঘর যশোরের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সদস্য বিশিষ্ট রাজনৈতিক দেলোয়ার হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক ফকির শওকত, মোস্তাফিজুর রহমান কবির, আরিফ হোসেন লতা,পৌর কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ প্রমুখ।