রাজগঞ্জ বাজারে হোটেলে বাসি খাবার বিক্রির অভিযোগ

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে হোটেলে বাসি খাবার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময় এসব হোটেল-মালিকদের জরিমানা করা হলেও বন্ধ হচ্ছে না অনিয়ম। সরেজমিনে দেখা যায়, হানুয়ার বটতলা থেকে শুরু করে রাজগঞ্জ শ্মশান মোড় পর্যন্ত খাবার হোটেলে রান্না খাবারের ওপর বসেছে মাছি, পড়েছে ধুলাবালি। ফ্রিজে জমিয়ে রাখা হয়েছে কয়েকদিনের পুরানো মাছ ও মাংস। যেগুলো নষ্ট হয়ে গেছে। স্থানীয় কলেজছাত্র জীবন হোসেন জানান, রাজগঞ্জ বাজারে খোলা ও পোড়া তেলের রান্না খেয়ে তিনি মারাত্মক পেটের পীড়ায় ভুগছেন। পল্লী চিকিৎসক বিভূতি ভুষণ তরফদার জানান, নোংরা পরিবেশে বাসি খাবার খাওয়ার ফলে লিভার ও কিডনির সমস্যা হতে পারে।