নড়াইল জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত

0

নড়াইল সংবাদদাতা ॥ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা আহ্বায়ক কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। মৎস্যজীবী লীগ জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন মৎস্যজী বীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সেক্রেটারি লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম,সাজ্জাদুল হক লিকু,সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু,নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রিজাউল বিশ্বাস। সম্মেলনে আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা আহ্বায়ক কমিটি,উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটির প্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সাইফুল ইসলামকে সভাপতি,এম এইচ সোহেলকে সাধারণ সম্পাদক ও শামীম আতিক মহিদকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঘোষণা দেন অতিথিবৃন্দ।