যমেক শিক্ষার্থী জাকির নির্যাতন মামলার সাত আসামির আদালতে আত্মসমর্পণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর মেডিকেল কলেজ (যমেক) হোস্টেলে শিক্ষার্থী জাকির হোসেনের নির্যাতন মামলার আসামি বিভিন্ন ব্যাচের ৭ শিক্ষার্থী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ী জামিন দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদেরকে এই অস্থায়ী জামিন দেন।
আসামিরা হলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী শামীম হোসেন, পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান আকাশ, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান লিওন, নবম ব্যাচের শিক্ষার্থী শাকিব আহম্মেদ তনিম, সৌম্য সহা, দশম ব্যাচের শিক্ষার্থী তন্ময় সরকার ও সপ্তম ব্যাচের শিক্ষার্থী রাসেল।
আদালতে কোতয়ালি থানা জিআরও শাখায় কর্মরত এএসআই বৈদ্যনাথ জানান, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। এ সময় বিচারক তাদেরকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ী জামিন প্রদান করেন। একই সাথে ২৩ ফেব্রুয়ারি বাদি জাহাঙ্গীর আলম ও ভিকটিম জাকির হোসেনের উপস্থিতিতে আসামিদের স্থায়ী জামিন আবেদনের শুনানির দিন ধার্য্যরে আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে যশোর মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থী জাকির হোসেনের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি জাকির হোসেনের বড়ভাই জাহাঙ্গীর আলম উল্লিখিত ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ সময় আদালত অভিযোগ আমলে নিয়ে কোতয়ালি থানা পুলিশের ওসিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ১৪ ফেব্রুয়ারি সেটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।