পহেলা ফাল্গুনে উপচে পড়া ভিড় ফুলের রাজ্যে

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে ফুলের রাজ্যে উপচে পড়া ভিড় ছিল।
ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা ও নাভারন ইউনিয়নের ফুলের দোকান, ফুল ক্ষেত ও মিনিপার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে তিল ধারনের ঠাঁই ছিল না। বসন্ত বরণ ও ভালবাসা দিবসে ফুলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা বাসন্তি রঙয়ের পোশাক পরে আসেন ফুলের রাজ্যে। সেই চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে ঝিকরগাছা থানা ও শিওরদাহ ফাঁড়ি পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। যশোরসহ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা,নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বিনোদনপ্রেমীরা ভিড় করেছেন এদিন।
ফুলচাষ ও বিক্রিকে কেন্দ্র করে এই অঞ্চল বিনোদনপ্রেমীদের পছন্দের জায়গা হয়ে উঠেছে উল্লিখিত অঞ্চল। পানিসারার হাড়িয়ার মোড়ে তৈরি হয়েছে অর্ধশত ফুলের দোকান। সেই সাথে রয়েছে খাবারের হোটেল। এছাড়া শিশুদের খেলাধুলার জন্য নির্মিত হয়েছে বেশ কয়েকটি পার্ক। এসব বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে নাগরদোলা, নৌকা দৌল, মিনি রেলগাড়ি, দোলনা ইত্যাদি। এছাড়া গদখালী বাজার থেকে পানিসারা ও নাভারন এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গেইটসহ প্যানা বোর্ড দিয়ে সাজানো হয়েছে। মঙ্গলবার বিকালে দেখা গেছে বসন্ত ও ভালোবাসা দিবসে নাভারন ইউনিয়নের নিমতলা থেকে হাড়িয়ার মোড় হয়ে পানিসারা মোড় প্রায় ১ কিলোমিটার পর্যন্ত হাজার হাজার মানুষের ভিড়। রাস্তার দু’পাশে প্রতিটি ফুলের দোকানের সামনেই রয়েছে ক্রেতা ও দর্শনাথীদের উপচে পড়া ভিড়। ঘুরতে এসে তরুন তরুনীরাসহ সব বয়সের মানুষ নিজ নিজ পছন্দের ফুল কিনছেন। তবে গত ২/৩ দিনের চেয়ে এদিন ফুলের বেচাকেনা অনেক কম বলে দাবি করেন, ফুলের দোকানি ’’দি সান ফ্লাউয়ার’’ এর প্রোপাইটর আরাফাত সানসহ বেশ কয়েকজন।