যশোরে মাদক মামলায় দুই জনের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে মাদক মামলায় দুই আসামির তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন, যশোর সদর উপজেলার খাজুরা বাজারের মৃত রফিউদ্দীন শেখের ছেলে আমিরুল ইসলাম ও খোলাডাঙ্গা এলাকার মৃত আছমত আলীর ছেলে হযরত আলী মোড়ল। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাত নয়টা ১৫ মিনিটে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে হাসিমপুর তেলপাম্পের সামনে থেকে ভ্যানে থাকা ওই দুই আসামিকে আটক করে। আটকের পর ভ্যান তল্লাশি করে ভ্যানের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।