ঝিকরগাছা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বিএনপি ঘোষিত ১০ দফা ও  গ্যাস-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে আগামী ১১ ফেব্রয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা সফলের লক্ষে ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  মিজানুর রহমান খান, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ও হাজী আনিছুর রহমান মুকুল। প্রস্তুতিমূলক সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,   উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির আহবায়ক শামিম রেজা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ মানুষের কামরুজ্জামান বাপ্পি,  উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ, সদস্য সচিব হাসানুজ্জামান রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।