ডুমুরিয়ায় নদী দখল করে মাছের ঘেরের ভেড়ি নির্মাণের অভিযোগ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় নদীর চর দখল করে মাছের ঘেরের ভেড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে দুই ভাইয়ের বিরুদ্ধে । শনিবার ভোর হতে প্রায় ২০/২৫ জন শ্রমিক নিয়ে তারা ভদ্রা নদীর চর দখল করে ঘেরের ভেড়ি তৈরির কাজ শুরু করেন বলে অভিযোগে জানা যায়। এ সংবাদে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গেলে তাদের  লোকজন নিয়ে কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এঘটনায় প্রবাহমান ভদ্রা নদীর কিনারা ঘেষে মাটি ভরাট ও নদী দখল বন্ধের দাবি জানিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের সত্যরঞ্জন রায়ের ছেলে শংকর রায় উল্লেখ করেন, একই গ্রামের মৃত নির্মল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস ও বিকাশ বিশ্বাস কুলবাড়িয়া বরাতিয়া মৌজার ভদ্রা নদীর কিনারার চর দখল করে ঘেরের ভেড়ি নির্মাণ করার পায়তারা করছে। তারা শনিবার ভোরে লোকজন নিয়ে ঘের তৈরির জন্য ভেড়ি বাঁধ দিতে থাকেন। এ সংবাদে স্থানীয় ইউপি সদস্য পলাশ দাস ঘটনাস্থলে গেলে তারা কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে সমীর বিশ্বাস বলেন, সবাই নদীর কিনারা দখল করে ঘের তৈরি করার কারণে তিনিও ঘের তৈরি করছেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।