যশোরে পূর্বপশ্চিম’র সাহিত্য আসরে দুই বাংলার সাহিত্যিকদের মিলন মেলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব। পূর্বপশ্চিম সাহিত্য আসরের আয়োজনে অনুষ্ঠিত উৎসব দুই বাংলার লেখকদের মিলন মেলায় পরিণত হয়েছে।  শুক্রবার থেকে শহরতলী রামনগর আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য আসরের উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যক আনোয়ারা সৈয়দা হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক সভাপতি ও মহাপরিচালক হারুন অর রশিদ । প্রধান অতিথি বক্তৃতায় বলেন, পূর্বপশ্চিম প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা ভাষার শিল্প সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করে আসছে। একই সাথে দুই বাংলার লেখকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। পাশাপাশি বাংলাদেশ-ভারত নিয়মিত পত্রিকা প্রকাশ ও সাহিত্য উৎসবের আয়োজন করে আসছে। যা দুই বাংলার লেখকদেরকে দারুণ অনুপ্রাণিত করছে। তাদের লেখনীর বিকাশ ঘটাতে ব্যাপক ভূমিকা পালন করছে। তিনি আয়োজকদের প্রতি আগামীতেও এই আসরের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেশ বরেণ্য গীতিকবি রফিকউজ্জামান, কবি জাহিদুল হক, আসাদ মান্নান, পূর্বপশ্চিম সম্পাদক কবি অমিত গোস্বামী, কবি ইকবাল রাশেদীন, কবি আশরাফ জুয়েল, নির্বাহী সম্পাদক খায়রুল কবির চঞ্চল, ব্যবস্থাপনা সম্পাদক কবি উজ্জ্বল চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুরে শুরু হয় কবিতা পাঠের আসর। উৎসবের অংশ নেওয়া লেখকদের স্বরচিত কবিতার পাঠের আসর চলে রাত পর্যন্ত। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসবে ২১০ জন লেখক অংশ নিয়েছেন। উৎসবে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভূটান ও শ্রীলংকার কবি সাহিত্যিকরা অংশ নিয়েছেন। আগামীকাল উৎসবের শেষ দিনে কবিতা পাঠ, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখবেন উৎসবে অংশ নেওয়া সাহিত্যকরা। একই সাথে উৎসবের শেষ দিনে চারজনকে পূর্বপশ্চিম সাহিত্য সম্মাননা-২০২২ এবং তিন জনকে পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করা হবে।