জীবননগরে আগুনে নিঃস্ব দোকানি

0

 

জীবননগর(চুয়াডাঙ্গা) সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আলীপুর রাখাল শাহ মার্কেটের একটি দোকানে রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে নগদ পাঁচ লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি শনিবার দিবাগত রাতে ঘটেছে। এ  ঘটনায় এক যুবককে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় থানায় ক্ষতিগ্রস্ত দোকানি সাকিল হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। রাতে পথচারীরা দেখতে পান দোকানে আগুন লেগেছে এবং প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে। পথচারীদের কাছে খবর পেয়ে দোকানি সাকিলসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে
লেলিহান শিখা দেখতে পান। পরে জীবননগর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করলেও রক্ষা করা যায়নি কোন মালামাল। আগুনে দোকানে ফাঁটল ধরেছে। সাকিল হোসেন বলেন, প্রতিবেশী রেজাউল গাজীর ছেলে শুভর(২০) নিকট আমার পাওনা টাকা চাওয়া নিয়ে শনিবার রাতে বিরোধ বাধে। আর গভীর রাতে দোকান ঘরে আগুনের সূত্রপাত আমাকে ভাবিয়ে তুলেছে। আমার বিশ্বাস শুভ শত্রুতা করে আমার দোকানে রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। জীবননগর থানার ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক খালিদ হুসাইন বলেন,দোকান ঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়ে নগদ টাকাসহ সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দোকান ঘরটির নিরাপত্তা ব্যবস্থা যা তাতে করে বাইরে থেকে আগুন দেয়া সম্ভব নয় জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দোকানটি ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার শুভ নামের একজনকে ঘটনার সাথে জড়িত বলে সন্দেহ করছে। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। শুভ আসলেই ঘটনাস্থলে গিয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।