যশোর দ্বিতীয় বিভাগ হ্যান্ডবলে রংধনু,মধুচক্র ও রেইনবোর জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগের  সোমবারের তিনটি খেলায় জয় পেয়েছে রংধনু যুব সংঘ, মধুচক্র স্পোর্টিং অ্যাসোসিয়েশন ও রেইনবো ক্রীড়া চক্র। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় শাহাদৎ স্মৃতি সংসদকে ১০-৫ গোলে পরাজিত করে রংধনু যুব সংঘ। দ্বিতীয় খেলায় তীর্যক যশোরকে ৭-১ গোলে পরাজিত করে মধুচক্র স্পোর্টিং অ্যাসোসিয়েশন। তৃতীয় খেলায় বদরুল আলা স্মৃতি সংঘকে ১৩-৩ গোলে পরাজিত করে রেইনবো ক্রীড়া চক্র।