মহেশপুরে তিন বিঘার পানের বরজে আগুন

0

 

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে আম্পানের ক্ষতি পুশিয়ে উঠতে না উঠতেই শত্রুতার কারণে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলো সাধন কুন্ডুর তিন বিঘা জমির পানির বরজ। ফায়ার র্সাভিসের কর্মীরা এসে প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তিন বিঘা জমির পানের বরজটি পুড়ে ছায় হয়ে গেছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার কৈলাশপুর গ্রামের মাঠে।
কৈলাশপুর গ্রামের হারুন ও ঈমান আলী জানান, দুপুর ২টার দিকে হঠাৎ করে দেখতে পাই আমাদের মাঠের সাধন কুন্ডুর পানের বরজটির দু’পাশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। পরে আমরা পানের বরজের পাশে এসে দেখতে পাই বরজটিতে আগুন ধরে গেছে। তারা আরো জানান, এর কিছুক্ষণের মধ্যে ফায়ার র্সাভিস উপস্থিত হয়। পানের বরজ মালিক সাধন কুন্ডু জানান, আম্পান ঝড়ে আমার বরজটি একেবারেই নষ্ট হয়ে যায়। পরে অনেক কষ্টে আমার তিন বিঘা জমির ওপর বরজটি আবার নতুন করে তৈরি করেছি। কিন্তু কে বা কারা আমার বরজটি দিন দুপুরে আগুন দিয়ে পুড়িয়ে দিলো। তিনি আরো জানান, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। কিন্তু তার পরও আমার বরজটি আগুন দিয়ে পুড়িয়ে দিলো।