অনেক বড় বড় কোম্পানি ঋণ খেলাপি করে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

0

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে ঢাকার বাইরে প্রথম বারের মত যশোরে অনুষ্ঠিত হলো নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইন্সটিটিউশন(এনবিএফআই) মেলা। দৈনিক বণিক বার্তার আয়োজনে দশটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে  বুধবার শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় মেলার উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আর্থিক খাত হলো আমাদের শিরা-উপশিরা। এই আর্থিক খাতের মধ্যে নন ব্যাংকিং খাত অন্যতম গুরুত্বপূর্ণ। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বণিক বার্তার এই আয়োজন মূলত সামাজিক দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, জামানাত ছাড়াই নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে। ব্যাংকিং খাতে ঋণ খেলাপি সবচেয়ে বড় সমস্যা। অনেক বড় বড় কোম্পানি ঋণ খেলাপি করে। কিন্তু এনবিএফআইতে সেই ঝুঁকি কম। দেশের অর্থনীতির উন্নয়ন- প্রসারণে সহযোগী হিসেবে ব্যাংকগুলোর পাশাপাশি কাজ করছে এনবিএফআই। বিনিয়োগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি আর্থিক ব্যবস্থার গুণ ও মান বৃদ্ধিতে অবদান রাখেছে এনবিএফআইগুলো। তিনি বলেন, যশোর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এ জেলা শাক-সবজি, খেজুরের রসসহ ফুলের জন্য অনেক বিখ্যাত। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ জেলার অর্থনৈতিক সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পেয়েছে। যশোরে এখনো অনেক বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামীতে এই জেলার ব্যবসায়ীরা আরও বেশি বিনিয়োগে উৎসাহী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনে সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, ও ৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোরে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, বিএলএফসিএ’র চেয়ারম্যান এম এস হাসান রেজা,বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক কায়সার হামিদ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক আবুল হাসান, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, আইডিপিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক মমিনুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম অন্যান্য অতিথি নিয়ে ফিতা কেটে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলার স্টল পরিদর্শন করেন।