তারেক রহমানের জন্মদিনে যশোরে বিভিন্ন কর্মসূচি পালন

0

স্টাফ রিপোর্টার ॥ রোববার যশোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। জেলা, নগর, সদর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে এ সকল কর্মসূচি পালিত হয়। এদিন বিকেলে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, তারেক রহমান ভালো থাকলে দেশ ও জনগণ ভালো থাকবে। তার পিতা মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নিজেদের ভাগ্যকে বিসর্জন দিয়ে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তারেক রহমানও আজ নিজের ভাগ্য বিসর্জন দিয়ে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করেছেন। আজ যখন তিনি দেশ ও জনগণকে নিরাপদ রাখার নিমিত্তে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণের নেতৃত্ব দিচ্ছেন, তখন শাসকদলের অনুগত প্রশাসন নির্বিচারে গুলি চালিয়ে গণতন্ত্রকামী মানুষকে হত্যা করছে। তাই একটি অনুকূল পরিবশে সৃষ্টি করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার হাতে দেশ পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে। তাহলে দেশ ও জনগণ ভালো থাকবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। আলোচনা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। এসময় গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের সকল অসুস্থ নেতাকর্মীর আরোগ্য এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের প্রয়াত সকল নেতাকর্মী ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে অনিন্দ্য ইসলাম অমিত বাদ জোহর নগর বিএনপির আয়োজনে শংকরপুর ছোটনের মোড়স্থ আব্দুল আজিজ কওমিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করেন। এরপর তিনি সদর উপজেলা বিএনপির আয়োজনে হামিদপুর দক্ষিণপাড়া আয়মানা নূরানী হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন। এদিকে নগর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে বাদ যোহর এম এম আলী রোডস্থ বাইতুস সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত দোয়া হয়। দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাব, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।