কাজলের গোপন তথ্য ফাঁস!

0

বিনোদন ডেস্ক ॥ সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজলকে নিয়ে একটি গোপন তথ্য প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু করন জোহর।  অজয় দেবগন এবং কাজলের প্রেম ও সংসারের বিষয় সবারই জানা। তবে অজয় দেবগনের সঙ্গে সম্পর্কের আগে কাজল বলিউডের আরেক নায়কের প্রেমে পড়েন! সম্প্রতি একটি অনুষ্ঠানে আসেন করন জোহর ও কাজল দেবগন। সেখানে উপস্থাপক প্রশ্ন করেন, ‘অজয় ছাড়া কাজলের ক্রাশ আর কে ছিল? তখন করন জোহর বলিউড খিলাড়িখ্যাত অক্ষয় কুমারের নাম নেন। করন জানান, ‘হ্যান্না ইন মুম্বাই’ সিনেমার প্রিমিয়ারে প্রথম বন্ধুত্ব হয় করন জোহর ও কাজলের। আর এর পেছনে ছিল অক্ষয়ের হাত। সে সময় কাজল ক্রাশ খেয়েছেন অক্ষয় কুমারের ওপর।