মহম্মদপুরে রাসুল (সা.)-কে কটূক্তি করায় যুবক আটক

0

 

মহম্মদপুর (মাগুরা)সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে কটূক্তি করায় তন্ময় বিশ্বাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তন্ময় যশোর এমএম কলেজের স্নাতক শিক্ষার্থী। তিনি উপজেলার বাবুখালী ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, ইংরেজিতে এমডি তাসিম এমডি তাসিম ফেসবুক আইডি থেকে রাসুল (সা.)- কে নিয়ে নানা কটূক্তি করা হয়। তাসিমের মোবাইলটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি এ বিষয়ে কিছু জানতে পারেননি। পরেরদিন বন্ধুদের মাধ্যমে জানতে পেরে থানায় অভিযোগ করেন। তাসিমের অভিযোগের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে প্রমাণাদিসহ তন্ময় বিশ্বাসকে আটক করে। তাসিম একই ইউনিয়নের আড়পাড়া গ্রামের লুৎফর ফকিরের ছেলে।  তাসিম মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে এবং মোবাইলে বেশি সময় ব্যয় করার কারণে তার পিতা লুৎফর ফকির রাগ করে এক মাস আগে তাসিমের ব্যবহৃত ফোনটি ভেঙে ফেলেন। কয়েকদিন পরে তাসিমের সিম কার্ডটিও তার পিতা নিজের বাটন ফোনে ঢুকিয়ে ব্যবহার করতে থাকেন। কিন্তু ১০ থেকে ১৫ দিন আগে তাসিমের পিতার কাছ থেকে বাটন ফোনটিও হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি তন্ময়ের হাতে পড়ে। তন্ময় মোবাইলটি পেয়ে তাসিমের সিম কার্ডটি নিজের মোবাইলে প্রবেশ করিয়ে এই নম্বর দিয়ে সহজেই তাসিমের ফেসবুক আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরে তন্ময় মুসলিম বিদ্বেষী হয়ে মো. তাসিম মো. তাসিম আইডি দিয়ে রাসুল (সা.)- কে নিয়ে নানা কটূক্তিমূলক পোস্ট দেন। পোস্টের পরের দিন বন্ধুদের মাধ্যমে তাসিম বিষয়টি জানতে পারে যে তার ফেসবুক আইডি দিয়ে কেউ রাসুল (সা.) কে নিয়ে বাজে মন্তব্য করেছে। সঙ্গে সঙ্গে তাসিম মহম্মদপুর থানায় এসে পুলিশকে বিস্তারিত জানিয়ে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তন্ময় বিশ্বাসকে প্রমাণাদিসহ আটক করেন। আটকের পর তন্ময়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস্) মো. কলিমউল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।