বাজেট নিয়ে কারো আগ্রহ নেই

0

 

সাইফুর রহমান সাইফ ॥ ২০২২-২০২৩ অর্থবছরের ঘোষিত বাজেট নিয়ে রাজনীতিকদের ভেতর তেমন আগ্রহ দেখা যায়নি। অনেকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাই দেখেন বা শোনেননি। বৃহস্পতিবার লোকসমাজের তরফে বাজেট প্রতিক্রিয়া জানতে গিয়ে এমনটিই বোঝা গেল।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেন। তিনি ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
এবারের বাজেটের আকার জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৪ লাখ ৩১ হাজার ৯৯৮ কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বিশিষ্ট শিক্ষাবিদ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, ন্যাপের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামুল হকসহ আরও অনেকের কাছে। এ তিন বিশিষ্ট রাজনীতিকসহ আরও অনেকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা দেখেননি বা শোনেননি।
এর ভেতর কোনো রাখঢাক না করে বিশিষ্ট শিক্ষাবিদ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমি বাজেট বক্তৃতা শুনিনি। আর অন্যদুজন তা একটু ঘরিয়ে বলেন।
জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম বলেন, সারাদিন হাসপাতালে ছিলাম—-। আর ন্যাপের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামুল হক বলেন, স্ট্যাডি না করে বলতে পারবো না।
এদিকে বাজেট প্রতিক্রিয়ায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, এ বাজেট উন্নয়নের বাজেট। কারো কারো সামান্য একটু সমস্যা হবে। তবে বাজেটের প্রভাবে চাল, ডাল, নির্মাণ সামগ্রীসহ অন্যান্য জিনিসের দাম কমবে। ফলে দিনজমজুর- নিম্নআয়ের মানুষের উপকার হবে। তাদের কাজে গতি আসবে।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সরকারের ইচ্ছেমতো বাজেট দেয়া হয়েছে। এ বাজেট জনগণের পক্ষের না, জনগণের কোনো উপকারে আসবে না। এটি জনগণের বাজেট নয়।