রাতে ভোট চুরির পর সরকার এবার ইভিএমে কারচুপি করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে:রাজেকুজ্জামান

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেছেন, রাতে ও দিনে ভোট চুরি করে ক্ষমতা দখল করে থাকা বর্তমান এ সরকার আগামী নির্বাচন নিয়ে আবারও গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের মূলই হচ্ছে ইভিএমে ভোটগ্রহণ করা।  তিনি বলেন, দলীয় সরকারের অধীনে যে কোনো নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, তা বর্তমান নির্বাচন কমিশনই প্রমাণ দিয়েছে। গাইবান্ধা ও কুমিল্লার নির্বাচন তার উৎকৃষ্ট উদাহরণ। অথচ দেশে যখন ভয়াবহ ডলার সংকটের কারণে দ্রব্যমূল্যের কষাঘাতে চরম নিষ্পেষিত হচ্ছে মানুষ, ঠিক তখনি নির্বাচন কমিশন ১৫০টি আসনের জন্য ৯ হাজার কোটি টাকার ইভিএম কেনার পায়তারা করছে। ইভিএমের নামে এসব ভাওতাবাজি বাসদ মেনে নেবে না।  কমরেড রাজেকুজ্জামান রতন রবিবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে বাসদের ৪২তম প্রতিষ্ঠাবির্ষকী ও ১০৫ তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। বাসদ যশোর জেলা শাখার আহবায়ক কমরেড শাহজাহান আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শফিউর রহমান সফি ও কমরেড জনার্দন দত্ত। কমরেড রাজেকুজ্জামান রতন আরও বলেন, আমরা বরাবরই স্পষ্টভাবে বলে আসছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। এজন্য আমাদের সাফ কথা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন আর হতে দেয়া হবেনা। তিনি বলেন, ১৫০ আসনের জন্য ইভিএম কিনতে ৯ হাজার কোটি টাকা ব্যয়সহ ২৭ হাজার ইভিএম মেরামত বাবদ সর্বমোট ১২ হাজার কোটি টাকা খরচ হবে। শুধু ইভিএম বাবদই একজন ভোটার প্রতি খরচ হবে আড়াই হাজার টাকা। অথচ ভারত-আমেরিকাসহ পৃথিবীর যেসকল রাষ্ট্রে ইভিএম ব্যবহার হচ্ছে সেখানেও এর বিরুদ্ধে ফুূঁসে উঠছে মানুষ। তিনি বলেন, পুজিবাদেও বিরুদ্ধে আমরা ৪২ বছর ধরে লড়াই করে আসছি। প্রয়োজনে আরও ৪২ বছর লড়াই অব্যাহত রাখবো। তারপরও কোনো গণতন্ত্র হরণকারী অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না।