ভারতে খেলতে গেলেন যশোরের সাবেক কৃতী ফুটবলাররা

0

স্পোর্টাস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ভ্যাটারন্স আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে পৌঁছেছে যশোর জেলা ভ্যাটারান্স ক্লাব। মঙ্গলবার ক্লাবের খেলোয়াড় কর্মকর্তাসহ ৩১ সদস্যের দল বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করে। এর আগে দুপুর ১২ টায় শহরের একটি রেস্টুরেন্টে যশোর ভ্যাটারান্স ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিল্লি সানডে ক্লাবের আয়োজনে স্বাগতিক ভারত, নেপাল ও বাংলাদেশ এই তিন জাতির সাবেক ফুটবলারদের নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যশোর আগামী ১১ নভেম্বর স্বাগতিক ভারতে বিরুদ্ধে এবং ১২ নভেম্বর নেপাল বিরুদ্ধে মাঠে নামবে। প্রথম রাউন্ডের সর্বোচ্চ পয়েন্ট ধারী দুই দল নিয়ে টুর্নামেন্টোর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনালী অতীত ক্লাবের সভাপতি এ বি এম আখতারুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, যশোর ভ্যাটারান্স ক্লাবের কর্মকর্তা শহিদ হোসেন লাল বাবু, সাবেক ফুটবলার মাশুক মো. সাথি প্রমুখ।