লোহাগড়ায় সড়কের উপর কাটা গাছে দুর্ভোগ

0

 

শিমুল হাসান,লোহাগড়া(নড়াইল)॥ কালনাঘাট-নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তার স্প্রিড ব্রেকার সংলগ্ন সড়কের ওপর রাখা রয়েছে রেইনট্রির গোড়া। পদ্মা সেতু ও মধুমতি সেতু উদ্বোধনের পর যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ নানা যানবাহনের চাপ বেড়েছে এ সড়কে। এমনিতেই এ সড়কটি মহাসড়ক নাম হলেও আগে থেকেই দুই লেনের। চার বা ছয় লেনে এ সড়কটি উন্নীতকরণ বিষয়ে নানা কথা শোনা গেলেও দেখা যায়নি বাস্তবে। তবে গত ১৮ অক্টোবর এ সড়কের লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে সড়কের উভয় পাশে ৩ ফুট করে প্রসস্তকরণ কাজের উদ্বোধন করা হলেও এক সপ্তাহেরও বেশি সময় সে কাজ থেমে আছে। সড়ক ও জনপথ বিভাগের রাস্তা প্রস্তকরণ কাজের জন্যই নড়াইল বনবিভাগ সড়কের পাশের গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি করে। ঠিকাদার সেই গাছ কেটে করে সড়কের অনেক স্থানে ফেলে রেখেছে। তাই ঘটছে নানা দুর্ঘটনা।