সন্তানসহ স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেয়ার অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুরে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় রাতে সন্তানসহ স্ত্রীকে মারপিটের পর বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। শুধু বাড়ি থেকে বের করেই ক্ষ্যান্ত হননি স্বামী, স্ত্রীর কাছ থেকে ডিভোর্স নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। এ অভিযোগ উঠেছে মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের জুনিয়র প্রকৌশলী (আইটি) ইমাম হোসেনের বিরুদ্ধে। স্বামী সংসার ফিরে পেতে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য নির্যাতনের শিকার স্ত্রী বৃহস্পতিবার আরইবির চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, খুলনার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের মীর এনায়েত হোসেনের ছেলে দুই সন্তানের জনক ইমাম হোসেন কয়েক বছর আগে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মণিরামপুর সদর দপ্তরের জুনিয়র প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি স্ত্রী এবং দুই সন্তান নিয়ে মণিরামপুর পৌরশহরে একটি বাসাভাড়া নিয়ে থাকতেন। পরে ইমামকে বদলি করা হয় সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতিতে। কিন্তু স্ত্রী সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি পাটকেলঘাটা বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে চাকরির সুবাদে তিনি নাজমা খাতুন মুক্তি নামে এক গৃহবধূর সাথে পরকীয়া সম্পর্ক স্থাপন করেন। এরই মধ্যে অফিসের এক দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমামকে বদলি করা হয় মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে। সেখানে যোগদান করার পর ইমাম তার প্রথম স্ত্রী নাসিমা আফরিন আদুরিকে তালাক দিয়ে নাজমা খাতুন মুক্তিকে বিয়ে করেন ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি। পরে তিনি সেখান থেকে বদলি হয়ে মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করেন। যোগদানের পর পৌরশহরে একটি বাসা ভাড়া নিয়ে ছোট স্ত্রী ও তার আগের ঘরের চার বছর বয়সী ছেলে আদ্রিবকে নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু অভিযোগ রয়েছে কিছুদিন যেতে না যেতেই ইমাম হোসেন সদর দপ্তরের প্রশাসন বিভাগের এক নারী কর্মীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে নাজমা খাতুন পরকীয়া থেকে স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। নাজমা খাতুনের অভিযোগ, ইমাম হোসেন তাকে তালাক দেয়ার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় ইমাম হোসেন তাকে প্রায়ই মারপিট করেন। এমনকি তার আগের ঘরের ছোটছেলেকে হত্যা করারও হুমকি দেন । অভিযোগ রয়েছে তালাক না দেয়ায় ইমাম হোসেন গত ২১ সেপ্টেম্বর রাতে ছোট স্ত্রী নাজমাকে মারপিটের পর ছুরি দিয়ে হাতপায়ে কুপিয়ে ছোট ছেলেসহ বাড়ি থেকে বরে করে দেন। পরে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বর্তমান তিনি পাটকেলঘাটায় একটি বাসাভাড়া নিয়ে সন্তান নিয়ে বসবাস করছেন। এদিকে নাজমা খাতুন কোন উপায়ন্ত না পেয়ে একাধিক বিয়ের নায়ক স্বামী জুনিয়র প্রকৌশলী ইমাম হোসেনের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড(আর ই বি)র চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন গত বৃহস্পতিবার। অবশ্য এ ব্যাপারে জুনিয়র প্রকৌশলী ইমাম হোসেন সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার(জিএম) প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস জানান, এ ধরনের বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে তার দপ্তরে এসেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে নাজমা খাতুনের অভিযোগ সম্পর্কে আরইবি থেকে এখনও কোন নির্দেশনা তিনি পাননি বলে দাবি করেন।