ইনকিলাবে মাহদী মিশনের কারবালা টিমকে সংবর্ধনা

0

 

স্টাফ রিপোর্টার ॥ ইনকিলাব-এ মাহদী মিশন যশোরের কাফেলা নুসরাতে কারবালা টিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার যশোর ফরিদপুর ক্বাসরে বাহরা ইমাম বার্গাতে সকল সদস্যকে এই সংবর্ধনা দেয়া হয়। টিম প্রধান ও ইনকিলাব-এ মাহ্দী মিশনের পরিচালক মো. সিরাজুল ইসলামের উপস্থিতিতে কাফেলা নুসরাতের সকল সদস্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টিমের সদস্যরা ইরাক, ইরান, সিরিয়াতে বহু নবী রাসূলের পবিত্র আহলেবাইতের রওজা যিয়ারত করেন।