অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় মেশিন দিয়ে অবৈধভাবে সেচ খালের মাটি কাটার অপরাধে আলাউদ্দিন বিশ্বাস নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের হামদামপুর সেচ খালে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বিশ্বাস ত্রিবেণী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বনি আমিন জানান, দুপুরে তিনি জানতে পারেন হামদামপুর সেচ খাল থেকে ব্যবসায়ীরা অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটার সাথে জড়িত আলাউদ্দিন বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড প্রাপ্ত ইউপি সদস্য আলাউদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।