লোহাগড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ,অভিযুক্ত দুজন আটক

0

 

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো-বেলটিয়া গ্রামের সাফায়েত মোল্যার ছেলে রিফাত মোল্যা (২০) ও কুবাদ মোল্যার ছেলে হাবিবুর রহমান (১৮)। পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, রাত দশটার দিকে ওই ছাত্রী তাদের বাড়ির কাছে চাচার বাড়িতে ভাইকে এগিয়ে দিতে যায়। ফেরার পথে পাশের বেলটিয়া গ্রামের রিফাত ও হাবিবুর তাকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায়। এ সময় হাবিবুরের সহযোগিতায় রিফাত তাকে ধর্ষণ করে। ঘটনার সময় মেয়েটির চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে রিফাত পালিয়ে যায়। এ সময় জনতা রিফাতের সহযোগী হাবিবুরকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং হাবিবুরকে থানায় নিয়ে যায়। পরে রাতেই অভিযান চালিয়ে মূলহোতা রিফাতকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ওসি মো. নাসির উদ্দিন দুজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।