মণিরামপুরে গাঁজাসহ ৩ যুবক আটক

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর)॥ মণিরামপুরের পল্লীতে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের কোনাকোলা গ্রামের আসাদুল গাজীর ছেলে আলামিন গাজী (২৫), ইউনুস গাজীর ছেলে শরিফুল গাজী (২৭) ও গফুর গাজীর ছেলে ইমরান হোসেন (২৮)। তাদের বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে উপজেলার কুশোরীকোনা পালপাড়া মোড়ে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করে। অবশ্য এ সময় পুলিশের উপস্থিতি টেরে পেয়ে গাঁজা সিন্ডিকেটের মূল হোতা কোনাকোলা গ্রামের ইকবাল দফাদার পালিয়ে যান। সেখান থেকে আটক করা হয় আলামিন, শরিফুল ও ইমরানকে। অবশ্য মূলহোতা ইকবালকে আটকের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।