সাগর-রুনি হত্যা:বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি

0

 

লোকসমাজ ডেস্ক॥ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার জন্য দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে স্মারকলিপি আকারে আবেদন করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ কার্যনির্বাহী কমিটির পক্ষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানীর মাধ্যমে এ আবেদন করা হয়। এসময় ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক আহমেদ সরোয়ার হোসেন ভূঞাসহ রিপোর্টার্স ইউনিটির ও এলআরএফ কার্যনির্বাহী কমিটির সদস্যর।