যশোরে ফেনসিডিলের মামলায় এক ব্যক্তির ৩ বছর কারাদণ্ড

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় নুর হোসেন নামে এক বক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ১ হাজার টাকা অর্থদ অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি নুর হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা গ্রামের রজব আলী গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করছেনে আদালতের এপিপি অ্যাড. ভীম সেন দাশ।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৩ এপ্রিল রাত তিনটার দিকে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ি গ্রামে অভিযান চালিয়ে নুর হোসেনকে আটক করেন। এ সময় তার কাছে থাকা ১টি ব্যাগ থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাগআঁচাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহিন ফরহাদ শার্শা থানায় একটি মামলা করেন। মামলায় আসামি নূর হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।