নড়াইলে বিএনপির প্রস্তুতিসভা

0

 

নড়াইল সংবাদদাতা॥ আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে নড়াইল জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি, সাবেক পৌরময়র জুলফিকার আলীর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, যুগ্ম সম্পাদক আলী হাসান, থানা বিএনপি’র সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, যুবদলের সভাপতি মশিয়ার রহমান, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেল, আসাদুজ্জামান, লোহাগড়া থানা বিএনপি’র আহ্বায়ক নজরুল জমাদ্দার, নড়াইল পৌর বিএনপি’র সভাপতি আজিজুর রহমান, কৃষকদলের সভাপতি নবীর হোসেনসহ লোহাগড়া, কালিয়া, নড়াইল বিভিন্ন অঙ্গসংগঠন ও বিএনপির নেতৃবৃন্দ।