ডুমুরিয়ায় প্রাইভেটকারে অসামাজিকতা, যুবতী ও দুই যুবক আটক

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় প্রাইভেটকারে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দুই যুবক ও এক যুবতীকে আটক করেছে পুলিশ।  শনিবার ভোর ৪টার দিকে উপজেলার গুটুদিয়া খেলার মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
আটক দুই যুবক হলেন ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ মোটরসের মালিক কামরুল ইসলাম লাভলুর ছেলে আব্দুল্লাহ আল মামুন ও তার সহযোগী যশোরের কেশবপুর উপজেলার শোভন মন্ডল।
ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন,শনিবার ভোর ৪টার দিকে গুটুদিয়া খেলার মাঠের পাশে একটি প্রাইভেটকারের মধ্যে তাদেরকে অসামাজিক কাজে লিপ্ত থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে থানার টহল পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেলে ৪জন দ্রুত খুলনার দিকে চলে যায়। পরে পুলিশ প্রাইভেটকারের ভিতর থেকে আপত্তিকর অবস্থায় এক যুবতীসহ ওই দুই যুবককে আটক করে। প্রাইভেটকারটিতে একটি সাদা কাগজে (ঢাকা-মেট্রো-০০-০৬৩৯) নাম্বার লিখে লাগিয়ে দেওয়া ছিল। যুবতীকে আব্দুল্লাহ প্রথমে তার স্ত্রী এবং পরে বান্ধবী পরিচয় দেয়, কিন্তু তার কোনটার সত্যতা নিশ্চিত করতে পারেনি। যুবতী বাড়ি খুলনা শহরে। আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।