মণিরামপুরের সুবোলকাটি মাদ্রাসার অবৈধ সভাপতির বিরুদ্ধে ২০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ সরকারি বিধি অমান্য ও  প্রভাব বিস্তার করে  যশোরের মণিরামপুরে সুবোলকাটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক যুবলীগ নেতা রোস্তম আলীকে। শুধু তাই নয় অভিযোগ রয়েছে ইতিমধ্যে দুইটি পদে চতুর্থ শ্রেণীর দুইজন কর্মচারী নিয়োগ দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ২০ লাখ টাকা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, অবৈধভাবে সভাপতি নির্বাচিত ও নিয়োগ দেওয়ায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এলাকায়। সরকারি বিধিমোতাবেক(মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) একজন সহকারি শিক্ষককে মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি করার কোন সুযোগ নেই। তবে মাধ্যমিক  স্তরের প্রধান শিক্ষক ও সুপারকে সভাপতি করার বিধান রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে সরকারি বিধি উপেক্ষা করে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক(এমপিও কোড ১১৩৫০৭০) ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রোস্তম আলীকে সাম্প্রতি সুবোলকাটি দাখিল মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে অতিগোপনে গত ১৬ সেপ্টেম্বর অবৈধ এ সভাপতির নেতৃত্বে প্রায় ২০ লাখ টাকা অর্থ বাণিজ্যের মাধ্যমে দুইজন চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্র পেয়ে ইতিমধ্যে নিরাপত্তাকর্মী হিসেবে খায়রুল ইসলাম ও আয়াপদে লতা খাতুন যোগদানও করেছেন। আর এ কর্মচারীদ্বয়ের যোগদানের খবর জানাজানি হলে এলাকায় অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রীয়ার সৃষ্টি হয় । নাম প্রকাশ না করার শর্তে ঢাকুরিয়া এলাকার একজন জনপ্রতিনিধি জানান, অবৈধভাবে কমিটি গঠন করা ও সেই কমিটির সভাপতি কর্তৃক নিয়োগ দেওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, দুএকের মধ্যে মামলা করা হবে। তবে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে সভাপতি রোস্তম আলী বলেন, সহকারি শিক্ষক কোন মাধ্যমিক স্তরের(মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা) শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হতে পারবেননা এটা আমার জানা ছিল না। মাদ্রসার সুপার শামছুর রহমান জানান, মনিরামপুরের একজন শির্ষ জনপ্রতিনিধির নির্দেশনায় রোস্তম আলীকে সভাপতি করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, সরকারি বিধিমতে সহকারি শিক্ষককে মাধ্যমিক স্তরের কোন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি করার বিধান নেই। তথ্যগোপন করে সভাপতি নির্বাচিত হয়ে নিয়োগ দিলে আমাদের কি করার আছে। তবে এ ব্যাপারে শিক্ষাবোর্ড অথবা আদালতের সরনাপন্ন হওয়া যায়।