কৃষি পদক গ্রহণ আইয়ুব হোসেন ও নাসরিন সুলতানার

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বঙ্গবন্ধু জাতীয় কৃষি রৌপ্যপদক গ্রহণ করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা উপসহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেন ও নারী উদ্যোক্তা নাসরিন সুলতানা।
পরিমিত রাসায়নিক সার, কীটনাশক ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণের স্বীকৃতিস্বরূপ ঝিকরগাছা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি রৌপ্যপদক এবং ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বি হওয়া, মাটির স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ সবজী উৎপাদনে বিশেষ অবদান রাখা এবং এলাকার নারী-পুরুষদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণার স্বীকৃতিস্বরূপ নারী উদ্যোক্তা নাসরিন সুলতানাকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি রৌপ্যপদকসহ ৫০ হাজার টাকা করে সম্মানি প্রদান করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক প্রদান করেছেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, সাবেক কৃষিমন্ত্রী মতিয়ারা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম।