যশোর ২৫০ শয্যা হাসপাতাল জনবল সংকটে অচল প্রায় প্যাথলজি বিভাগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্যাথলজি বিভাগ প্রায় অচল হয়ে পড়েছে। রোগীরা এ বিভাগ থেকে যথাযথ সেবা পাচ্ছেন না। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত সোমবার শাহাজাহান সরদার নামে এক ব্যক্তি হাসপাতালে প্যাথলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করতে আসেন। তার সিরিয়াল নম্বর ছিল ৪৫। একদিনেই রিপোর্ট দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহাজান আলী সরদার প্যাথলজি বিভাগে রিপোর্ট নিতে আসেন। তখন তাকে জানিয়ে দেয়া হয় রিপোর্ট এখনো লেখা হয়নি। পরে তাগিদ দেয়ার আধাঘন্টা পর শাহাজান আলীকে তার পরীক্ষার রিপোর্ট দেয়া হয়। শাহাজান আলীর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের আশ্বিংড়ী গ্রামে। মেডিসিন চিকিৎসা নিতে এসে হাসপাতালে শুধু প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিতে দেরি হওয়ায় তার দু’দিন সময় অতিবাহিত হয়। শুধু শাহাজান আলী সরদার নয়। প্রত্যেক রোগীর প্যাথলজি বিভাগে পরীক্ষার রিপোর্ট নিতে কালক্ষেপন হচ্ছে। এতে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। প্যাথলজি বিভাগে আগে যেখানে রোগীর ভিড়ে মানুষ যেতে পারতেন না, এখন সেখানে ভীড় নেই। গত ২০ সেপ্টেম্বরের পর থেকে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
সূত্র জানিয়েছেন, প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. হাসান আব্দুল্লাহ ২০ সেপ্টেম্বর অবসরে গেছেন। প্যাথলজি টেকনিশিয়ান গোলাম মোস্তফা হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। এতে প্যাথলজি বিভাগে অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারী সংকটের সৃষ্টি হয়েছে। আউটসোর্সিং ও স্বেচ্ছাসেবকদের দিয়ে চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ বিভাগটি।
এ ব্যাপারে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আরএমও ডা. মো. আব্দুস সামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি প্যাথলজি বিভাগের অচলাবস্থার কথা স্বীকার করে বলেন, আসলে প্যাথলজি বিভাগে অভিজ্ঞ জনবলের সংকট দেখা দিয়েছে। যারা কাজ করেন তারাই এখন নেই। তবে, চেষ্টা চলছে জনবলের ঘাটতি পূরণ করার। কিছুদিনের ভেতর সব ঠিক হয়ে যাবে।