হাসপাতালে মহিলা দল নেতৃবৃন্দ গণধর্ষণের শিকার এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষকদের হুমকি

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার কন্দবপুর গ্রামে ধর্ষিতা এসএসসি পরীক্ষার্থীর পদার্থ বিদ্যা পরীক্ষা আজ। হাসপাতাল থেকে সে কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে। গত ২১ সেপ্টেম্বর রাতে সে গণধর্ষণের শিকার হয়। ধর্ষিতা বলছে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ধর্ষিতার স্বজনরা জানিয়েছেন, এলাকার কুখ্যাত সন্ত্রাসী হাসান আলী, মাসুম ও নাসিম তাকে ধর্ষণ করে। ওই দলে ছিল ৫ জন। ধর্ষণকারীদের ভেতর হাসান আলী ও মাসুম পুলিশের হাতে আটক হলেও সন্ত্রাসী নাসিম পলাতক রয়েছে। নাসিমের অত্যাচারে এলাকার নারীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন গত জাতীয় সংসদ নির্বাচনের সময় এলাকায় বোমাবাজি ও ত্রাস সৃষ্টি করে মা ও মেয়েকে ধর্ষণ করে নাসিম। এদিকে এসএসসি পরীক্ষার্থকে নাসিম হুমকি দিয়ে বলেছে, ধর্ষণ করা হয়েছে বললে মেরে ফেলা হবে। ‘ধর্ষকদের সাথে তার প্রেম ছিল’ পুলিশকে এ কথা বলতে হবে বলে সন্ত্রাসীরা তাকে জানিয়ে দিয়েছে। তাদের হুমকিতে সে ভীত হয়ে পড়েছে। হাসপাতালের গাইনি ওয়ার্ডে ওই পরীক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শার্শা উপজেলার সাড়াতলা বালিকা বিদ্যালয় কেন্দ্রে তার এসএসসি পদার্থ বিজ্ঞান পরীক্ষা। হাসপাতাল থেকে পুলিশের সহায়তায় সে পরীক্ষা দেবে।
এদিকে যশোর জেলা মহিলাদল এবং নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ গতকাল বিকেলে ধর্ষিতাকে হাসপাতালে দেখতে যান। নেতৃবৃন্দ তার পাশে দীর্ঘ সময় অবস্থান করেন। এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ধর্ষিতা শিক্ষার্থীকে যারা দেখতে যান তারা হলেন, জাতীয়তাবাদী মহিলাদল যশোর জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রাশিদা রহমান, সহসভাপতি হাসিনা ইউসুফ, অ্যাড. মাহমুদা খানম, যুগ্ম সম্পাদক শামসুন্নাহার পান্না, রাফাত আরা ডলি, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ারা খাতুন আনু, দপ্তর সম্পাদক অ্যাড. মৌলুদা খানম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিয়া সুলতানা। কোতয়ালি থানা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক হালিমা পারভীন প্রমুখ।