রামপালে বৃদ্ধের দায়ের কোপে ব্যবসায়ী আহত

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে তুচ্ছ ঘটনায় বৃদ্ধের ধারালো দায়ের কোপে মোহাম্মদ আলী (৬৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত মোহাম্মদ আলীকে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আবুল হাসেম (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে গিলাতলা বাজারের পাশে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে আবুল হাসেম। খবর পেয়ে তাদের লোকজন গিলাতলা বাজার থেকে হাসেমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, জনতা হাসেম নামের এক জনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নেওয়া হয়েছে।