যশোরে বিএনপি নেতা শেলী চৌধুরীর ভাইয়ের ইন্তিকাল, শোক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেলী চৌধুরীর ভাই বকুল চৌধুরী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মঙ্গলবার বাদ জোহর চৌরাস্তা মোড় জামে মসজিদে তার নামাজের জানাযা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়। সোমবার রাত ৮টায় তিনি শহরের বেজপাড়া এম এস টিপি স্কুল সংলগ্ন নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী , তিন মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক নগর বিএনপি নেতা শেলী চৌধুরীর ভাই বকুল চৌধুরীর মৃত্যুর সংবাদ শুনে শোকাহত স্বজনদের সমাবেদনা জানাতে তার বাস ভবনে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। পরে বাদ জোহর অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ।
বকুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নাার্গিস বেগম। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।